প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

আগামী ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুত সভা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম সিটির কাজীর দেউড়ীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রদল একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ছাত্র সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ছাত্রদল গত ১৭ বছর রাজপথে ছিল। জুলাই বিপ্লবে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে, ইনশাআল্লাহ।’
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, মো. আনাছ, জাহেদ হোসেন খান জসি, ফখরুল ইসলাম শাহীন, সদস্য ইমরান হোসেন বাপ্পী, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, কামরুল হাসান আকাশ, আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।