৪৭-৫২ ও ৭১কে যারা অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই; বরকত উল্লাহ বুলু


a10-20250226104133.jpg

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‌‘যারা ৪৭, ৫২ ও ৭১-কে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।

সোমবার (১২ মে) লক্ষ্মীপুর বাজার মাঠে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি গঠন করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যত ষড়যন্ত্রই হোক না কেন, ১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান ফিরবেন ও সরকারপ্রধান হবেন।

সম্মেলনে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাছ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, জেলা বিএনপি নেত্রী সাকিনা বেগম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×