প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চেয়েছে জামায়াত


April 2025/CC camera Jamaat.jpg

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেয়েছে জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে দলটি।

রোববার (২৭ এপ্রিল) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, তার ওপরই আস্থা রাখবে জামায়াত। এ ছাড়া আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পরিদর্শক দল পাঠানোর কথা বলা হয়েছে।’

তাহের বলেন, ‘দীর্ঘ দিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপে প্রচুর পরিমাণে গার্মেন্টস পণ্য যায়। আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব। সেখানে তারা আরও বেশি বিনিয়োগ করবে।’

তিনি বলেন, ‘জামায়াত সব সময় নারীদের অধিকার, জঙ্গিবাদ দমনে কী করবে, এ প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এ বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করেছি।’

নারী সংস্কার কমিশনের সদস্যদের শ্রমিক স্বীকৃতির বিষয়ে বলেছি, ‘এটি নারীদের জন্য চরম অপমানজনক। এ ছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে ৪৩ শতাংশ, যা অন্য সবার চেয়ে বেশি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×