ক্যাম্পাসে বৈষম্যবিরোধীর ছাত্ররা দখলদারিত্ব করে বেড়াচ্ছে : ছাত্রদল সভাপতি


MARCH NAEEM 2ND/1745134843-412a45e6483a3ea08e109b2149fdf6cf.jpg

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রলীগের পুনর্বাসনের পাশাপাশি, নতুন নামে বৈষম্যবিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে বলে তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাকিব বলেন, বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করছে।
তারা রক্ষিবাহিনীর মতো দখলদারি করে বেড়াচ্ছে।

জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত দাবি করে তিনি জানান, সিসিটিভি ফুটেজ থেকে বনানী থানা কমিটির সুবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজীর উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে।

তিনি নিরপরাধ পারভেজ হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি তিনি ছাত্রদের নিরাপত্তা, একপাক্ষিক আচরণ ছেড়ে ন্যায্যতার দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×