বিমান বানিয়ে ভাইরাল জুলহাসকে আবারও আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:২২ পিএম, ১০ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য তাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জুলহাস মোল্লার হাতে অর্থ সহায়তা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ নামের বিএনপির একটি সংগঠন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মিডিয়া সেলের সদস্য জাহিদুল ইসলাম রনি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এ্যাব) সহসভাপতি ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন বলেন, ‘জুলহাস যখন বিমানটি তৈরি করেন, তখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে তার কাছে গিয়েছিলাম। ওখানে তাকে উৎসাহ দিয়েছিলাম। বলেছিলাম, জুলহাস মোল্লার পাশে আমরা সব সময় থাকব। তারই অংশ হিসবে এই প্লেনটি মোডিফাই করার জন্য আমাদের কাছে সাহায্য চান।
তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অনুদান দেওয়া।’
আর্থিক অনুদান পাওয়ার পর জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমাকে অনেকেই চিনত না, এখন অনেকেই চেনেন। আমার পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব।
আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে, সবাই তার পাশে থাকার অভিনয় করে। কিন্তু প্রকৃত যারা পাশে থাকে, তাদের আজকে দেখতে পাচ্ছেন। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, নিজ চেষ্টায় উড়োজাহাজ বানিয়ে সারা দেশে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। ২৮ বছর বয়সী এই তরুণের প্রতিভা ও সৃজনশীলতা দেখে এর আগেও তার পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান।
গত ৫ মার্চ শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লাকে ৫০ হাজার টাকা দেন আফরোজা খানম রিতা ও আতিকুর রহমান রুমন। এবার দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা দেওয়া হলো।