আধুনিক উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন বাধা না হয়: রিজভী


March 2025/Rizvi jongibad.jpg
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আধুনিক উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো ধরনের অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

শনিবার ৮ মার্চ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটির নয়া পল্টনে নারী দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির আরো বলেন, ‘আইনগতভাবে কোনো সংগঠন যেন কার্যক্রম চালাতে না পারে, সে দিকে সরকারের নজর রাখতে হবে।’

বিএনপি নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে এমন মন্তব্য করে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি।

রিজভী বলেন, ‘বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। সব সেক্টরে নারীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে সব ধরণের ব্যবস্থা নেবে বিএনপি।’

তিনি আরো বলেন, ‘যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা কীভাবে মিছিল করে এটি সরকারকে দেখতে হবে। জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া না দিতে পারে, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×