চট্টগ্রামে সরকারি-বেসরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ উদ্বোধন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪০ এম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টীম-৬ (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ)’-এর অধিভুক্ত এবং চট্টগ্রাম মহানগরের অন্তর্গত/পাশ্ববর্তী সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক সদস্য ফরম বিতরণ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিটির কাজীর দেউড়ীস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় মাঠে বিকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদলের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে দূষিত করেছে। দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়াত জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে।’
প্রধান বক্তা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘গত ১৭ বছরের আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। খুনি হাসিনাসহ গুম, খুন ও গণহত্যায় জড়িত সব অপরাধীর শাস্তির দাবিতে ছাত্রদল সব সময় স্বেচ্ছার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। জিয়া পরিবারের উপর দেশের মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে।’
বিষেশ অতিথি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহামেদ বলেন, ‘আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে ছাত্রদল। তাই আমাদেরকে অবশ্যই মেধাবী, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব তৈরি করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অনুপ্রবেশ ও গুপ্ত সংগঠনের প্রতারণা থেকে সাবধান থাকতে সাধারণ ছাত্রদের সচেতন করতে হবে। কুচক্রী মহলের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলকে অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেদ, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, ইসমাইল হোসেন, সদস্য আল মামুন সাদ্দাম, এনামুল হক এনাম।