সদস্য পদ ফিরে পেলেন আবু সুফিয়ানসহ বিএনপির সেই তিন নেতা


সদস্য পদ ফিরে পেলেন আবু সুফিয়ানসহ বিএনপির সেই তিন নেতা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়ার এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়া দলীয় সদস্য পদ ফিরে পেয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, ‘ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যসহ আপনার সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৫ ডিসেম্বর) নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

‘এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।’

এর আগে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা বিএনপির এ তিন নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। দেশজুড়ে আলোচিত এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতার গুরুতর অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছিল। একইসঙ্গে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও।

গেল ২৯ আগস্ট গভীর রাতে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে মইজ্জার টেক এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের একটি ওয়্যারহাউজ থেকে দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার তত্ত্বাবধানে ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পর দিন বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে তা নজরে আসে বিএনপির নীতি নির্ধারণী মহলের। ওই দিনই কেন্দ্র থেকে এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়ে তড়িঘড়ি এক সংবাদ সম্মেলন করে গাড়ি সরিয়ে নিতে সহযোগিতার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন ওই তিন নেতা। উল্টো একটি মহলের ইশারায় এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে বলে গণমাধ্যমের দিনে অভিযোগ তোলেন আবু সুফিয়ান। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×