
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের উপকূলবর্তী ১৯টি জেলায় প্রায় পাঁচ হাজার নৌসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
তিনি বলেন, “নির্ধারিত সময়েই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।”
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি খুলনার রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এলসিটি-১০১ এর লঞ্চিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌবাহিনী প্রধান এসব কথা বলেন।
নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর সক্রিয় উপস্থিতির কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচনি প্রচার শুরুর আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকালে খুলনা শিপইয়ার্ডে নির্মিত নতুন যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এলসিটি-১০১ আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লঞ্চিংয়ের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন এই জাহাজ সম্পর্কে নৌবাহিনী প্রধান বলেন, “এই জাহাজ নৌ-বাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়াবে এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে দ্রুত সামরিক ও মানবিক সহায়তা পৌঁছাতে বড় ভূমিকা রাখবে।”
নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড লিমিটেড তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ করছে। এর ধারাবাহিকতায় প্রথম জাহাজ হিসেবে এলসিটি-১০১ এর লঞ্চিং সম্পন্ন হলো। এসব জাহাজ মূলত সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ এফিবিয়াস অপারেশনে ব্যবহারের জন্য নির্মিত। প্রতিটি এলসিটি একসঙ্গে ছয়টি ট্যাংক অথবা বারোটি এপিসি কিংবা আঠারোটি সামরিক যান বহনে সক্ষম। শান্তিকালে এই জাহাজগুলো দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান এবং দুর্গম দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহাজগুলো নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় এবং কানাডার ভার্ড মেরিন ডিজাইন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হচ্ছে।
লঞ্চিং অনুষ্ঠান শেষে নৌবাহিনী প্রধান খুলনার লবণচরা এলাকায় অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাঙ্গণে নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।