
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে রাষ্ট্রসংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করেছে। তাই ড. ইউনূস বলেছেন - দেশের চাবি এখন আপনার হাতে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাষ্ট্রসংস্কারকে সামনে রেখে সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে কাজ করেছে। এ প্রসঙ্গে তিনি ড. ইউনূসের বক্তব্যের উল্লেখ করে বলেন, “দেশের চাবি এখন আপনার হাতে।”
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত থাকবেন বলে গণভোটের পক্ষে প্রচার সরকারি ব্যবস্থাপনা ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। নির্বাচনী আচরণবিধির কারণে তিনি নিজে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রচারে অংশ নিতে পারবেন না। তবে যেহেতু সরকারিভাবে গণভোটের প্রচার চলছে, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “এই সংস্কারের পক্ষে আমাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
বিএনপির সঙ্গে জোট গঠনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে নুরুল হক নুর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার আদায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি সবসময় একাত্মতা প্রকাশ করেছেন। সে কারণেই তার নেতৃত্বে বিএনপিকে সঙ্গে রেখে যুগপৎ আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি জানান, সে সময় বিএনপি ঘোষণা দিয়েছিল যে যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে একসঙ্গে জাতীয় সরকার গঠন করা হবে। আন্দোলনের ধারাবাহিকতায় যে মৌলিক চিন্তাধারা ও ৩১ দফা ঘোষণা দেওয়া হয়েছিল, বাংলাদেশ পুনর্গঠনের জন্য জুলাই সনদের অধিকাংশ বিষয় সেখানেই অন্তর্ভুক্ত ছিল। এই বাস্তবতা থেকেই বিএনপির সঙ্গে জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে নুরুল হক নুর বলেন, দেশের সংকটময় সময়ে তিনি আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন। বাংলাদেশের সাবেক নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও মন্তব্য করেছিলেন যে খালেদা জিয়ার নেতৃত্ব শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়াকে তারা সৌভাগ্য মনে করেন। নুর জানান, ৫ আগস্টের পর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাকে বলেছিলেন, “ইউনূস ভালো মানুষ, তাকে তোমরা সহযোগিতা করো এবং সবসময় সততার পথে রাজনীতি করবে।”
স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।