
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যমুনায় পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় কাটান।
এই সাক্ষাতে দুই পরিবারের সদস্যরা পরস্পরের খোঁজখবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন বলে জানা গেছে।
এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।
এরপর গত ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর একটি ফোনালাপ হয়।