
পাবনা জেলার দুটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সীমানা মেনেই আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে ভোটগ্রহণের সবুজ সংকেত দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে স্পষ্ট করেছেন যে, এই নির্বাচনে কোনো আইনগত বাধা নেই।
আদালতের এই নির্দেশনার ফলে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেটটিই এখন কার্যকর থাকছে। সেই অনুযায়ী, পাবনা-১ আসনটি শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত হবে। অন্যদিকে, সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।
এর আগে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে পাবনা-১ আসন থেকে বিযুক্ত করে পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। হাইকোর্ট পরবর্তীতে ইসির এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। তবে আজ সর্বোচ্চ আদালত হাইকোর্টের সেই রায় স্থগিত করে দেওয়ায় ইসির নির্ধারিত সীমানাই চূড়ান্ত বলে গণ্য হচ্ছে। ফলে ভোটগ্রহণের নির্ধারিত তারিখ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল।