
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সকাল থেকে কেন্দ্রে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ‘জুলাই ঐক্য’ মোর্চা ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিল। এই কর্মসূচির কারণে নিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
একই দিনে, বাংলাদেশে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। উল্লেখযোগ্য যে, এর মাত্র দু’দিন আগে ঢাকায় অবস্থানরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল।
বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের হাইকমিশনারের তলবের এই দুইটি ঘটনা ঢাকা-দিল্লির সম্পর্কের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। তাদের মতে, চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন এই ঘটনার মাধ্যমে আরও দৃঢ়ভাবে ফুটে উঠেছে।