
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অনুরোধ জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সবাই যেন ওসমান হাদির জন্য মন থেকে দোয়া করেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।” তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পরও হাদির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীদেরও তার সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করেন তিনি। তিনি উল্লেখ করেন, “এই মুহূর্তে দোয়াই তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।”
এ সময় হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃতদের অগ্রগতি কিংবা নিজের পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।