বিক্রম মিশ্রিকে পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা পররাষ্ট্র উপদেষ্টার


বিক্রম মিশ্রিকে পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা পররাষ্ট্র উপদেষ্টার

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বাংলাদেশি সাংবাদিকদের বৈঠকের পর, সাংবাদিকদের যথাযথ প্রশ্ন না তোলায় সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি। আদালতের নির্দেশ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি; তারা বিষয়টি নিজেদের মতো দেখছে।”

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের কাছে বলেছিলেন, তারা বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আপনারা প্রশ্ন তোলেননি যে, গত ১৫ বছরে পূর্ববর্তী নির্বাচনগুলো কি যথাযথ ছিল। তিনি নিজে থেকেই সুযোগ দিয়েছিলেন, কিন্তু প্রশ্ন তোলা হয়নি। আমি বিস্মিত, কারণ এখানে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। অন্তত একটি প্রশ্ন তোলা যেত।”

এছাড়া ইসলামি বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে কি না, সেটা আমি শুনিনি। আমার জানা নেই।”

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে সমস্যা সৃষ্টি করতে পারে এমন কেউ এখানে আসবে না। এর বেশি কিছু আমি বলতে চাই না।”

তবে নতুন কাউকে বাংলাদেশ চাচ্ছে কি না—এ বিষয়ে তিনি একইভাবে মন্তব্য করেন, “আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×