ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে জানা নেই: পররাষ্ট্র উপদেষ্টা


ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে জানা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। ২৮ নভেম্বর ঢাকায় তার আগমনের তথ্য স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে। তবে এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য রাখে না বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাকির নায়েককে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তিনি তা জানেন না। তিনি বলেন, "জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।"

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় ১২ অক্টোবর সংবাদকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২৮ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের আগমন হবে। তিনি নিজের একটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানাতে পরে সংবাদ সম্মেলন করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×