নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে: আলী রীয়াজ


নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে: আলী রীয়াজ

নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোট আয়োজনের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, “সরকার আদেশ দেবেন, এটা সরকারের হাতে রেখেছি। আর গণভোটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করে দিইনি। আদেশ দেওয়ার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত গণভোট করবেন। আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না।”

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।”

তিনি জানান, ৬টি সংস্কার কমিশনের মাধ্যমে মোট ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে এসব সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের পরামর্শ এবং কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে এগুলো সাজানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×