বাংলাদেশ-চীনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশ-চীনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চীনের সঙ্গে সমন্বিত ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে, তাই যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেওয়ার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওর কোনো কারণ নেই’।

জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার’।

এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না যে ইসলামী বক্তা জাকির নায়েককে দাওয়াত দেওয়ার বিষয়টি ঘটেছে কি না, মন্তব্যও করেন মো. তৌহিদ হোসেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×