ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত


ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মো. আবু সুফিয়ান মোল্লা, যিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন বলে মনে করা হয়েছে।

ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলেও আদেশে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের আদেশে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে ও কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবিলম্বে কার্যকর হবে।
আদেশে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×