প্রখ্যাত শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই


প্রখ্যাত শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

দেশের সাহিত্যাঙ্গন ও শিক্ষাজগতে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি জানান, “মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকাল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।”

১৯৫১ সালে জন্ম নেওয়া এই বিশিষ্ট শিক্ষাবিদের সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদান ছিল অনন্য। জীবদ্দশায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। তাঁর মৃত্যু দেশের বিদ্বজ্জন মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×