ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক মহলে পরিচিত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আর এই মুক্তির পেছনে রয়েছে তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্ট অনুযায়ী, শহিদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (TK 6921)। শুক্রবার দুপুরে ফ্লাইটটি ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।
শহিদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার সহায়তায় অগ্রণী ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।