ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ‘ছিনতাই’: পুলিশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে আটক কয়েকজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিশু মেলার মোড় থেকে মিছিল বের হলে পুলিশ ৫-৬ জনকে আটক করে।
স্থানীয় শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, "শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫/৬ জনকে আটক করা হয়, এর সাথে সাথে ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে ব্যাকআপ টিম আসে। তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আটকদের পুলিশের কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।"
ওসি আরও জানান, ওই ‘ব্যাকআপ টিম’ থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আটক রাখার চেষ্টা করা হলেও ব্যাকআপ টিমের উপস্থিতিতে তা সম্ভব হয়নি।
এর আগে সোমবার দুপুরে মতিঝিলের দিলকুশা এলাকায় বিএনপি কর্মীরা আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে পুলিশে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা নতুন করে মিছিল করেছে। শাপলা চত্বর এলাকার হকার রহমত আলী বলেন, "গতকাল একটি মিছিল হয়েছে, সেখান থেকে চার-পাঁচজনকে বিএনপির নেতাকর্মীরা মারধর করে পুলিশে দেয়। আজকে ছাত্রলীগের কর্মীরা শাপলা চত্বরে মিছিল করেছে।"
মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী জানিয়েছেন, শাপলা চত্বরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। শত শত মানুষ হত্যা এবং দমন পীড়নের অভিযোগে তার বিচার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আইনগত কাঠামো তৈরি করেছে। আদালতের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি আপাতত ভোটে অংশ নিতে পারছে না।