দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক


দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পরিদর্শন করেছেন ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী দেব মন্দির। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি বন্দর উপজেলার প্রায় ৮০ বছরের পুরনো এ মন্দিরে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শৃঙ্খলাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে পূজায় অংশ নিতে পারেন সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪টি মণ্ডপে পূজার আয়োজন থাকবে।

এর আগে গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক তখনও আশ্বস্ত করেছিলেন, দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×