মাগুরায় ৭৮ টন টিসিবি চাল উদ্ধার, ডিলারের লাইসেন্স বাতিল


মাগুরায় ৭৮ টন টিসিবি চাল উদ্ধার, ডিলারের লাইসেন্স বাতিল

মাগুরার মহম্মদপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য বরাদ্দ করা প্রায় ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল আত্মসাৎ চেষ্টার ঘটনা সত্যি প্রমাণিত হয়েছে। বিনোদপুর বাজার থেকে প্রশাসনের অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতেই মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের নির্দেশে গঠিত তদন্ত কমিটি অভিযানে অংশ নেন। কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, সদস্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম তিনটি গুদাম থেকে চাল জব্দ করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান জানান, গত জুলাই মাসে ওএমএস ডিলার হোসনিয়া কান্তা ঋতুকে ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে তিনি ওই চাল টিসিবির ডিলারদের কাছে সরবরাহ করেননি। তিনি আরও বলেন, হোসনিয়া কান্তা ঋতু তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন যে চালগুলো বিনোদপুর বাজারের একটি গুদামে সংরক্ষিত ছিল।

তদন্ত প্রতিবেদন ইউএনও বরাবর জমা দেওয়ার পর রাতেই তিনটি গুদামে অভিযান চালানো হয় এবং চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল বর্তমানে মহম্মদপুর ও বিনোদপুরের সরকারি গুদামে সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে ওএমএস ডিলার হোসনিয়া কান্তা ঋতুর লাইসেন্স বাতিল করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে চাল পরীক্ষা করে নির্দেশনা দেবেন।

তবে এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে গ্রেফতারি বা ফৌজদারি মামলা করা হয়নি, শুধুমাত্র ডিলারশিপ বাতিল করা হয়েছে। তিন মাস ধরে টিসিবির চাল গোপনে মজুত রাখার পরও শুধুই মাল ফেরত নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, এর পেছনে হয়তো আরও প্রভাবশালী ‘রাঘব বোয়ালদের’ যোগসাজশ রয়েছে। এখন প্রশাসনের প্রতি সর্বসাধারণের দাবি, এই সিন্ডিকেট ভেঙে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×