রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব


রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব তুলে ধরেন এপিএইচআর-এর মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো। তিনি রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহে আসিয়ান নেতৃত্বাধীন উদ্যোগ এবং আসিয়ান–বাংলাদেশ–চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন আয়োজনকে অগ্রাধিকার দিতে হবে বলেও জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ানের সহযোগিতা কামনা করে বাংলাদেশের সদস্যপদ অন্তর্ভুক্তির আহ্বান জানান। তিনি বলেন, আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই নিজ উদ্যোগে এই বিষয়ে আওয়াজ তুলতে পারি না। আমাদের জন্য এটি জরুরি, কারণ সমস্যার সমাধান এখন অতি প্রয়োজনীয়।

ড. ইউনূস আরও বলেন, আসিয়ানের সংসদীয় একটি গ্রুপ তৈরি করুন যাতে বাংলাদেশকে আমন্ত্রিত হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। এটি গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা সংকট এখন আমাদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আসিয়ানকে বিশ্বের কাছে দেখাতে হবে আমরা কী ধরনের মানবিক সমস্যার মুখোমুখি।

চার্লস সান্তিয়াগো উল্লেখ করেন, ২০১৮ সালে আসিয়ান পার্লামেন্টারিয়ানরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং তখন থেকেই আমরা এই সমস্যার দিকে নজর রাখছি। আমরা সবসময় এটিকে আসিয়ানের বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। তবে স্বীকার করি, গত দুই-তিন বছরে আমরা চুপ ছিলাম, কারণ তখন মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগী ছিলাম।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল মানুয়েল এবং এপিএইচআর-এর প্রোগ্রাম ডিরেক্টর চনলাথান সুপ্পাইবুনলার্ড।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×