আদাবরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, যুবক আটক


আদাবরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, যুবক আটক

রাজধানীর আদাবরে বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে। বুধবার সকাল সাড়ে আদাবরের সুনিবিড় হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে ধরা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, আটক যুবকের নাম মোহাম্মদ আনোয়ারুল (২৬)। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, ভোরে বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয়রা আনোয়ারুলকে ধরা দেয় এবং তাকে পিটুনি দেয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং সেই একই দিনে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

ওসি এস এম জাকারিয়া বলেন, এখন পর্যন্ত আনোয়ারুল বাসে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার বা কোনো তথ্য দেয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×