শাহবাগে অবস্থান জুলাই যোদ্ধাদের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৪৩ এম, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রূপ নেয় বিক্ষোভের মঞ্চে। ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর ব্যানারে একটি প্ল্যাটফর্মের সদস্যরা গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে জুলাই সনদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা লাল-সবুজের পতাকা হাতে নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এবং বিক্ষোভে অংশ নেন। তাদের প্রধান অভিযোগ—প্রতিশ্রুতি অনুযায়ী এখনো ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হয়নি, আর তাই তারা আন্দোলনে নেমেছেন।
জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম এবং প্ল্যাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।
অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ভোগান্তি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।