মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন


মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিচয়সহ প্রকৃত সংখ্যার নির্ধারণে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ জুলাই) গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনার তীব্রতা ও তাৎক্ষণিক বিশৃঙ্খলার কারণে তখন নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে থাকা অনেকেই হতাহত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (তার কন্যা যাইমা জাহান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী), এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

এই কমিটিকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে—তারা যেন ঘটনাস্থল পরিদর্শন করে, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং সব তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিবেদন শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়, বরং প্রয়োজনে তা সংশ্লিষ্ট সরকারি সংস্থা, উদ্ধারকারী ইউনিট এবং সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে।

কমিটি গঠনের প্রজ্ঞাপন ইতোমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরে ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং সদস্যরা কাজ শুরু করে দিয়েছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র।

এছাড়া, দুর্ঘটনার সার্বিক দিক বিশ্লেষণ, উদ্ধার তৎপরতা, আহতদের চিকিৎসা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—সবকিছু পর্যালোচনায় আলাদাভাবে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তারা।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলটির প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×