উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভ, ঘিরে রেখেছে পুলিশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৯ পিএম, ২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। পুরো এলাকা ঘিরে রেখেছে তারা।
মঙ্গলবার দুপুর আড়াইটায় মাইলস্টোনের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে গোলচত্বর এলাকায় জড়ো হতে দেখা গেছে। উত্তরা রাজউক মডেল কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরও সেখানে দেখা যাচ্ছে।
এর আগে সকাল থেকে গোলচত্বর এলাকায় দফায় দফায় মিছিল করছেন শিক্ষার্থীরা। এলাকার অনেক মানুষও তাদের সঙ্গে যোগ দেন। তারা সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ ও বিচার দাবি করছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ জোরদার হতে থাকে। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরাও জোরদার করা হয়। তারা শিক্ষার্থীদের বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানাচ্ছেন।