সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: একদিনে গ্রেফতার ১৬৪১ জন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের একদিনের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫৪ জন বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ৫৮৭ জনকে অন্যান্য অপরাধের দায়ে আটক করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের প্রতিটি জেলায় পরিচালিত এ অভিযানে বিপুলসংখ্যক আসামি গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি স্টেনগান, একটি ওয়ান শ্যুটারগান, আট রাউন্ড গুলি ও দুটি এলজির গুলি।
এআইজি ইনামুল হক আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।