অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা


অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

তিন দিনের বাংলাদেশ - যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরে আজ সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে সংবাদ সম্মেলনের আগে বিষয়টি নিয়ে দেশের অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা।

আজ সোমবার পৌনে ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। 

বৈঠকে উপস্থিত রয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, গবেষণা সংস্থা 
র‍্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জার চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বার এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সভাপতির মাহমুদ হাসান খান বাবু, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। 

সংবাদ সম্মেলন উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা হয়। কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনো নিষ্পত্তি হয়নি। তাই এখনই চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×