এসএসসিতে ফেল ৬ লাখ শিক্ষার্থী রাজপথে নামার ঘোষণা


এসএসসিতে ফেল ৬ লাখ শিক্ষার্থী রাজপথে নামার ঘোষণা

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ বিপুল সংখ্যক ফেল করা শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১১ জুলাই) ‘এসএসসি ২০২৫ ব্যাচ’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তারা আগামী সোমবার (১৪ জুলাই) দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করবে।

পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, অধিকাংশই শুধুমাত্র এমসিকিউ অংশে ১-২ নম্বর কম পাওয়ায় ফেল করেছেন, যদিও তাদের রচনামূলক অংশে নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি ছিল। এমসিকিউ ও রচনামূলক আলাদা আলাদা পাসের নীতির কারণে এবারের ফলাফলে বিপর্যয় ঘটেছে বলে দাবি তাদের। তারা এটিকে অমানবিক এবং পূর্বপ্রস্তুতি ছাড়া বাস্তবায়িত একটি শিক্ষা নীতির ফল হিসেবে অভিহিত করেছে।

শিক্ষার্থীরা আরও দাবি করেছে, যেসব পরীক্ষার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে ফেল করেছে, তাদের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা হলে অধিকাংশই পাস করতে পারবে। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়া এবং সামাজিক অবহেলার হাত থেকে রক্ষা পাবে।

এদিকে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ফলাফলে কোনো ধরনের চাপ বা কারসাজি হয়নি। যা হয়েছে, সেটিই প্রকৃত ফল এবং বাস্তব অবস্থা প্রতিফলিত হয়েছে। পরীক্ষকদের নিরপেক্ষভাবে খাতা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সবচেয়ে বেশি শিক্ষার্থী গণিতে ফেল করেছে। উল্লেখযোগ্যভাবে, ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫১টি। অন্যদিকে, ৯৮৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের রেকর্ড দেখা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×