ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প প্রধান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা


saurav/turkey-bg-20250707181406.jpg

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে এক দিনের সংক্ষিপ্ত সফরে আগামী মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি – এসএসবি) প্রধান ও সচিব অধ্যাপক হালুক গরগুন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের শুরুতেই তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হালুক গরগুন এ সফরে প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। তিনি এক দিন ঢাকায় অবস্থান শেষে বুধবার (৯ জুলাই) ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থা এসএসবি তাদের দেশের সশস্ত্র বাহিনীর গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিকায়ন কার্যক্রম তদারকি করে। একইসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও সমরাস্ত্র কেনাবেচার ব্যবস্থাপনাও করে থাকে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ছে। গত সাত বছরে বাংলাদেশ অন্তত ১৫ ধরনের তুর্কি সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বারাকতার টিবি-২ ড্রোন।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×