অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : রাজউক চেয়ারম্যান


অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : রাজউক চেয়ারম্যান

ঢাকাসহ সব নগরীকে তিলোত্তমা নয়, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল অফিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

রিয়াজুল ইসলাম বলেন, ‘সারা দেশে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে।
বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে নির্মাণাধীণ কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দেওয়া।
তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা।’ নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফআর আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×