প্রধানমন্ত্রী

ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই এতো উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী


ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই এতো উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে।

শনিবার (১১ মে) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে প্রকৌশলীদের প্রতিষ্ঠান আইইবি’র ৬১ তম কনভেনশনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। তবে উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী।

সরকারপ্রধান বলেন, দেশের মানুষের উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। কিন্তু একটি গোষ্ঠী আছে তাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রোরেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়ে সমালোচনা করছে তারা।

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমূখী ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তাই যেকোনো প্রকল্প পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাফল্য ও ব্যর্থতা বিশ্লেষণ করে এগিয়ে যাওয়ার কৌশল নির্ধারণ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।


ঢাকাওয়াচ/টিআর

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×