সকালে লেবু পানি পান করলে যে ৫ উপকার পাবেন
- লাইফস্টাইল ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৬ এম, ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রাচীনকাল থেকেই লেবু তার ঔষধি গুণাগুণ ও বহুমুখী ব্যবহারের কারণে জনপ্রিয়। এই সাইট্রাস ফল হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা পর্যন্ত নানা দিক থেকে উপকারে আসে। এর গুণাগুণ সহজে পেতে সকালে খালি পেটে লেবুর পানি পান করার অভ্যাস হতে পারে অসাধারণ উপায়। বিশেষজ্ঞরা বলছেন, এক মাস নিয়মিত লেবু পানি পান করলে শরীরে নানা ইতিবাচক পরিবর্তন অনুভব করা যায়। চলুন জেনে নেওয়া যাক এর প্রধান পাঁচ উপকারিতা—
১. হজমশক্তি উন্নত করে
রাতভর খালি থাকার পর সকালে লেবু পানি পাচনতন্ত্রকে সক্রিয় করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজমকারী এনজাইমকে উদ্দীপিত করে, যা খাবার ভাঙা ও পুষ্টি শোষণ সহজ করে তোলে।
২. ওজন কমাতে সহায়ক
রোজকার রুটিনে লেবুর পানি রাখলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। এতে থাকা পেকটিন ক্ষুধা দমন করে এবং সাইট্রিক অ্যাসিড চর্বি ঝরাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে লেবুর পানি পান করলে ওজন কমানো কার্যকর হয়।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবু ভিটামিন সি-তে ভরপুর, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। প্রতিদিন সকালে লেবুর পানি পান করলে সর্দি-কাশির তীব্রতা কমে এবং সংক্রমণ প্রতিরোধেও সহায়ক হয়।
৪. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং ব্রণ বা কালো দাগ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
৫. শরীরকে ক্ষারমুক্ত রাখে
যদিও লেবু অম্লীয় প্রকৃতির, তবে শরীরে এটি ক্ষারীয় প্রভাব ফেলে। লেবুর পানি শরীরের পিএইচ ভারসাম্য রক্ষা করে, প্রদাহ কমায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে।
নিয়মিত সকালে লেবু পানি পান করলে শুধু শরীরের ভেতরকার ভারসাম্যই বজায় থাকে না, বরং সারাদিনের কর্মক্ষমতাও বাড়ে।