
আটটি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় কেবল শান্তি নিয়েই ভাবতে তিনি বাধ্য নন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, 'প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আমাকে ৮টি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার, এজন্য আমি আর কেবল শান্তি নিয়ে চিন্তা করার দায়বদ্ধতা অনুভব করছি না।'
এতে তিনি আরও দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না এবং এই ভূখণ্ডের ওপর তাদের ‘মালিকানা অধিকার’ আছে—এমন কোনো লিখিত দলিলও নেই।
বার্তায় ট্রাম্প ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে বলেন, 'ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে আমি যে পরিমাণ অবদান রেখেছি অন্য কেউ রাখেনি। এখন, ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা। গ্রিনল্যান্ডে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।'
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য বৈশ্বিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং নরওয়ে–যুক্তরাষ্ট্র সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।