
গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে দেশের তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে মানুষ ঘরে বসেই মৌলিক চিকিৎসা সেবা পেতে পারে।
সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি যশোরের শিশু আফিয়ার নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আফিয়া অ্যালবেনিজম রোগে আক্রান্ত হওয়ায় অতি ফর্সা রঙের কারণে সামাজিক বঞ্চনার শিকার হয়েছিল।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি শুধু সংস্কারের কথা নয়, মানুষের কল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে নিতে চায়। রাজনীতি কেবল স্লোগান, মিছিল-মিটিং কিংবা পরস্পর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না—আগামী দিনের রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।
তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আবারও খাল খনন কর্মসূচি চালু করে পানির সংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় গেলে দেশকে এগিয়ে নিতে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করবে বিএনপি। একই সঙ্গে দীর্ঘদিন অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপারসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতারাও সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের ঘরে জন্ম নেয় আফিয়া। জন্মের পর আফিয়ার গায়ের রঙ ‘অতি ফর্সা’ হওয়ায় তাকে অস্বীকার করেন বাবা মোজাফফর। পরে স্ত্রী-সন্তানকে ফেলে অন্যত্র বসবাস শুরু করেন তিনি এবং আট মাস পর মনিরাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এই পরিস্থিতিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে থাকা মা ও শিশুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তারেক রহমান।