
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বিশেষভাবে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের আইপিএল স্কোয়াড থেকে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্তকে প্রশ্নের মুখে তোলেন।
ভারত সরকারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটারদের সাথে নয়।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওমর আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, “একজন খেলোয়াড়কে এভাবে লক্ষ্যবস্তু বানানো ঠিক নয়। এর প্রভাব আসন্ন বিশ্বকাপে পড়তে পারে।”
মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ভেনেজুয়েলার বিষয়ে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতকেও সাহসী হওয়ার আহ্বান জানান। মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন তুলতে গিয়ে বলেন, “একজন খেলোয়াড়কে বা দিলে কি হবে? তার অপরাধ কি? তাক বাদ দিলেই কি বাংলাদেশের সাথে ভারতের পরিস্থিতির উন্নতি হবে বলে আপনারা মনে করেন?”
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের মানুষ কি আমাদের ক্ষতি করেছে? তাদের সাথে আমাদের সম্পর্ক তো ভালোই ছিলো। বাংলাদেশ তো আমাদের দেশে অন্তত সন্ত্রাসবাদ ছড়ায়নি।”
আইপিএলের নিলামে কেকেআর মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিলো। তবে বিসিসিআইয়ের নির্দেশে তাকে রিলিজ করতে হয়েছে, যা মেনে কেকেআর তাকে দল থেকে ছাড়তে বাধ্য হয়।
বিসিসিআইয়ের এই পদক্ষেপের জবাবে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করার জন্য। বাংলাদেশ সরকার খেলোয়াড়দের নিরাপত্তাকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।