
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে মালা পরাতে এসে এক বৃদ্ধা অর্থ উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভাকালে এ ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়ার পর রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার একটি নোট তার হাতে গুঁজে দেন বিমলা সরকার নামে ওই বৃদ্ধা।
এ সময় রুমিন ফারহানাকে বিমলা বলেন, ‘আপনি যাতে নির্বাচনে পাস করেন আশীর্বাদ করলাম। এই টাকাটা দিলাম নির্বাচনে খরচ করবেন। পাস করে আমাদের দিকে দেখবেন। আমি আপনারে আশীর্বাদ করলাম মা।’
রুমিন ফারহানা ওই বৃদ্ধার টাকা হাতে নেন ও ফুলের মালাটি ওই বৃদ্ধাকে পরিয়ে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।