
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলাকালীন অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এর আগে কারাকাস সরকার এই নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
সেনাবাহিনী ইতিমধ্যেই নিহত ২৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। এছাড়া কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার অন্তত ৩২ জন সদস্য এই হামলায় প্রাণ হারিয়েছেন।
ক্যাবেলো জানান, হামলার সময় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পেয়েছেন এবং প্রেসিডেন্ট মাদুরো পায়ে আহত হয়েছেন।
অপরদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ নিহত সামরিক সদস্যদের স্মরণে মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেলো রদ্রিগেজকে ‘সাহসী’ হিসেবে প্রশংসা করেন।