
নববর্ষের বার্তা দিতে রাশিয়ার জনপ্রিয় শিশুতোষ কার্টুনে সংক্ষিপ্ত উপস্থিতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যানিমেটেড এই ক্যামিওতে তাকে দেখা যায় কথা বলা এক বিড়াল ও কুকুরের পাশে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শুভেচ্ছা জানাতে।
কার্টুনটির কাল্পনিক গ্রাম প্রোস্তোকভাশিনো-র বাসিন্দারা হঠাৎ করেই ক্রেমলিন নেতার অ্যানিমেটেড রূপ দেখে বিস্মিত হয়। দৃশ্যে পুতিনকে দেখা যায় কুকুর শারিক ও বিড়াল মাতরস্কিন-এর মাঝখানে দাঁড়িয়ে রুশ জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে।
মস্কোর একটি প্রোস্তোকভাশিনো থিম পার্কে সন্তানদের সঙ্গে কার্টুনটি দেখা অনেক অভিভাবক বিষয়টিকে সতর্ক হলেও ইতিবাচক দৃষ্টিতে দেখেন।
মারিনা নামের এক নারী বলেন, ‘শুনুন, আমি জানি না। আমার মনে হয় কার্টুনে যেকোনো কিছু হতে পারে। কেন নয়?’
আরেক দর্শনার্থী অক্সানা ফ্রলকোভা মনে করেন, শিশুরা পুতিনকে চেনে এবং কার্টুনে তাকে দেখা তাদের জন্য ‘সম্ভবত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়’। তিনি বলেন, এতে দেশের বাইরের দর্শকদের মাঝেও আগ্রহ তৈরি হতে পারে।
উল্লেখ্য, গত বছর সয়ুজমাল্টফিল্ম স্টুডিওর বোর্ড চেয়ারম্যান ইউলিয়ানা স্লাশচেভা এই ক্যামিওর ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি জানান, রাশিয়া তাদের কার্টুন সাবেক কমিউনিস্ট দেশগুলো ও মধ্যপ্রাচ্যে বিক্রি করে আসছে এবং চীনে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তার ভাষায়, প্রোস্তোকভাশিনোতে প্রেসিডেন্টের এই উপস্থিতি এক ধরনের ‘সফট পাওয়ার’, যা রাশিয়া ও রুশ সংস্কৃতির প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।