
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজ। মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার গভীর রাতে আগুন লেগেছিল এবং সোমবার ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় টিভি চ্যানেল মেট্রো টিভি আগুনের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লেলিহান শিখা বৃদ্ধাশ্রমের পুরো ভবনকে গ্রাস করছে, এবং সেখানে বসবাসকারীরা জীবন বাঁচাতে সাহায্যের আকুতি জানাচ্ছেন।
মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভবনে থাকা অধিকাংশ বাসিন্দাই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং আগুন লাগার সময় তারা ভবনের ভিতরে আটকা পড়েছিলেন।
এই ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে।
সূত্র: রয়টার্স