
শান্তি চুক্তি কার্যকর হলে ইউক্রেনকে ১৫ বছরের জন্য ‘নিরাপত্তা গ্যারান্টি’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও ইউক্রেনের প্রত্যাশা ৩০ থেকে ৫০ বছরের দীর্ঘমেয়াদি গ্যারান্টি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নোভোস্টি লাইভ।
জেলেনস্কি বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। তিনি জানান, “এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে...এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।”
তিনি আরও বলেন, “আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।”
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ বার্তা সংস্থা তাসকে বলেন, জেলেনস্কি ও তার ইউরোপীয় তত্ত্বাবধায়করা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত নন এবং তারা বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে নাশকতা চালাচ্ছেন। তিনি আরও দাবি করেন, কিয়েভ রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিচ্ছে।