
দ্বীপরাষ্ট্র তাইওয়ানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে। কম্পনের প্রভাবে তাইপেইয়ের বিভিন্ন ভবন কিছু সময়ের জন্য কেঁপে ওঠে।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩১.৬ কিলোমিটার নিচে।
উল্লেখ্য, তাইওয়ান দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করায় দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এ ধরনের দুর্যোগে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়, আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ।