
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশকারী এবং দেশ থেকে বের হওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার অবরোধ করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে নিকোলাস মাদুরোর সরকারের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পাবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কীভাবে অনুমোদিত জাহাজের বিরুদ্ধে এই নির্দেশ বাস্তবায়ন করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই মার্কিন প্রশাসন ওই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে এবং প্রায় ডজনখানেক যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে, যার মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।
ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমাদের সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান এবং মানব পাচারসহ আরও নানা কারণে ভেনেজুয়েলার সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাই আমি আজ ভেনেজুয়েলায় প্রবেশ ও বাইরে যাওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কারের উপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিচ্ছি।”
রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের এই ‘ভয়াবহ হুমকি’ প্রত্যাখ্যান করেছে। যদিও ঘোষণাটি সম্প্রতি এসেছে, তবে মূলত গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাঙ্কার আটক হওয়ার পর থেকেই অবরোধ কার্যত জারি রয়েছে। এর ফলে লাখ লাখ ব্যারেল তেল বোঝাই জাহাজ আটকের ভয়ে ভেনেজুয়েলার জলসীমায় অবস্থান করছে।
গত সপ্তাহের ওই ঘটনার পর থেকে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। বুধবার এশিয়ান বাণিজ্যে তেলের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।