
বুধবার (১৭ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, বিজয় দিবসকে উপলক্ষ্য করে দেশের বিভিন্ন স্থানে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণার চর্চা আবারও শুরু হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “জাতিকে বিভাজনকারী এই ঘৃণাজীবীদের প্রতিহত করুন।” পাশাপাশি তিনি দাবি করেন, “পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মুসলমানি পরিচয় ও নাম-নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলের রাজনীতি করা হয়েছিল।”
হেফাজতে ইসলামের এই নেতা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতির জন্য হুমকি এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।