।.webp)
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে ঢাকায় শুরু হয়েছে দুই দেশের ১২তম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। ২০১২ সাল থেকে অনুষ্ঠিত এই সংলাপের এবারের পর্ব আয়োজন করা হয়েছে ১০ থেকে ১১ ডিসেম্বর, সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে। এতে অংশ নিচ্ছেন উভয় দেশের সামরিক প্রতিনিধিরা।
বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, প্রতিরক্ষা সংলাপ সামরিক সহযোগিতা জোরদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি বিনিময়, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা মিশন, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ মহড়া, কর্মশালা- এমন বিভিন্ন ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এবারের সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন। সংলাপ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কও গভীর করবে।