ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি মার্কিন সিনেটে প্রত্যাখ্যান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৩০ পিএম, ০১ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের লক্ষ্যে একটি প্রস্তাব পাস করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এস. জে. রেজ. ৮৮ নামের প্রস্তাবটি ৫১-৪৭ ভোটে পাস হয়। এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের ঘোষিত “জাতীয় জরুরি অবস্থা” শেষ করার লক্ষ্য রাখে। ট্রাম্প এই জরুরি অবস্থার ভিত্তিতেই তার বৈশ্বিক শুল্ক কার্যকর করেছিলেন।
প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি চারজন রিপাবলিকান সিনেটরও ভোট দেন। তারা হলেন র্যান্ড পল, লিসা মারকাউস্কি, সুসান কলিন্স এবং মিচ ম্যাককনেল। উল্লেখ্য, এই চারজন সিনেটর আগের সপ্তাহে কানাডা ও ব্রাজিলের ওপর আরোপিত ট্রাম্পের শুল্ক প্রত্যাখ্যানের দুটি পৃথক প্রস্তাবের পক্ষেও ভোট দিয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোটের ফল ট্রাম্পের দলীয় মহলে তার বাণিজ্য নীতির প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ এবং বিভাজনের প্রতিফলন।
তবে বিশ্লেষকরা মনে করছেন, সিনেটে প্রস্তাবটি পাশ হলেও এটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আটকে যেতে পারে। হাউস নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়েছে, তারা ট্রাম্পের শুল্কনীতি বাতিলের যেকোনো প্রচেষ্টা রোধ করবে।
গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বের শতাধিক দেশের ওপর তিনি বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করবেন। তিনি এই সিদ্ধান্তকে আখ্যা দেন “যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার পদক্ষেপ” হিসেবে। তবে শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে আসছেন ডেমোক্র্যাট নেতা এবং ব্যবসায়ী মহল।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি