ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা


ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যে নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত, আর ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান সরকার।

শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় প্রস্তুত থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু যতই চেষ্টা করুক, নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশনও এ বিষয়ে কাজ করে যাচ্ছে।”

নির্বাচন ঘিরে নানা দাবি ও আন্দোলনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলবে, এটা স্বাভাবিক। তবে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব এসব দাবি পূরণের চেষ্টা করা হচ্ছে। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।”

মডেল মসজিদ প্রকল্পের বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, “যেসব মডেল মসজিদ উদ্বোধন হয়নি, সেগুলো সরকারের নজরেই আছে। ইতোমধ্যে ৩৫০টির মতো মসজিদ নির্মিত হয়েছে; কিছু হস্তান্তর সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। যেসব মসজিদে ফাটল বা ত্রুটি রয়েছে, সেগুলো তদন্তে একটি কমিটি কাজ করছে। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×